চট্রগ্রাম, ১২ কার্তিক ( ২৮ অক্টোবর, ২০২১) : বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক চট্রগ্রাম সার্কিট হাউজে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চট্রগ্রামের সম্পত্তি সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণ ট্রাস্ট স্থাপন করেছেন। মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন কলকারখানা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে গ্রহন করেছেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য বিশেষত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন। কিন্তু পররর্তীতে মোস্তাক জিয়াচক্র গৃহীত কলকারখানাসমূহ পানির দামে বিক্রি করেছেন।
তিনি আরও বলেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় চট্রগ্রামে অনেকগুলো স্থাপনা রয়েছে। সেগুলো পরিদর্শন ও পর্যবেক্ষণ করার জন্য আজকের এই আয়োজন।সময় স্বল্পতার জন্য সবগুলো স্থাপনা আজকে পরিদর্শন করা সম্ভব হয়নি। সেগুলো পর্যায়ক্রমে দেখা হবে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ত্রের উল্লেখযোগ্য স্থাপনার মধো রয়েছে জয় বাংলা ভবন, টাওয়ার একাওর এবং কালুরঘাট স্থাপনা কেন্দ্র।
তিনি আরও বলেন পাহাড়ি এলাকায় কিছু স্থাপনা রয়েছে, যেগুলো নিয়ে কিছু সমস্যা রয়েছে। একটি অসাধু মহল বিভিন্ন স্থাপনা তৈরির মাধ্যমে পাহাড়ি এলাকায় দখলের পরিকল্পনা করছে। তিনি সকলকে সম্মিলিতভাবে এসব অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়ের সচিব খাজা মিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রাশসক মোঃ মমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এবং চট্রগ্রামের বিশিষ্ট সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সরকারি কর্মকর্তাসহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *