ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে গণসংযোগ ও মতোবিনিময় সভা করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাট এলাকায় এ গণসংযোগ ও মতবিনিময় করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি। এসময় সাতক্ষীরা সদর থানা আ’লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী সহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।