মো: আজিজুল ইসলাম (ইমরান) : সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে ১০০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ৷ সোমবার ১৮ই জুলাই সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গনে এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অব এস.জি.এইচ.এস এর ব্যানারে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সর্বজন শ্রদ্ধেয় স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হাবিবুল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সাতক্ষীরা জেলায় করোনা কালীন সময়ে এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অব এস.জি.এইচ.এস মানব সেবার এক অনন্য নজির স্থাপন করেছে। এই সংগঠনের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে এভাবে দেশ ও জাতির কল্যানে কাজ করবে।
১৯৭৮ ব্যাচের মীর রাশেদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্তমান প্রধান শিক্ষক বাবু সমরেশ বসু। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ১০০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে । এছাড়া ইতিমধ্যে ৯৯ টি সিলিন্ডার এবং ৪ টি কনসানট্রেটর দিয়ে করোনার রোগীদের সাহায্য করা হচ্ছে ৷ প্রায় ২ লক্ষ টাকার ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে ৷
এসময় আরও বক্তব্য রাখেন ১৯৮২ ব্যাচের আবুল হোসেন,১৯৮৬ ব্যাচের মাগফুর রহমান, ১৯৮৮ ব্যাচের জুনাইদ হোসেন বিয়রন, ১৮৮৯ ব্যাচের দারা খান সহ বিভিন্ন ব্যাচের শতাধিক ছাত্র৷ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েশনের সমন্বয়ক কামরুজ্জামান রাসেল।