এমএম সাহেব আলী, আশাশুনি : প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০মে) বেলা ১১ টায় আশাশুনি রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সহ-সভাপতি এম এম সাহেব আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক বি এম আলাউদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক আহসান উল্লাহ বাবলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবলা, সদস্য গাউসুল আজম, রণদা প্রসাদ মন্ডল, লিংকন আসলাম প্রমুখ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন।