নিজস্ব প্রতিনিধি : নলকুড়া নাট্য গোষ্ঠীর সভাপতি শেখ আলমগীর হোসেন ও জনপ্রিয় অনলাইন পোর্টাল দেশ টাইমস এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক শেখ আমিনুর হোসেন’র মাতা আয়েশা খাতুন’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ অগস্ট) বাদ জুমআ সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ তার পিতা মরহুম শেখ আজাদ হোসেনসহ পরিবারের অন্যান্য মৃত সদস্যদের ও রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শেখ মোস্তাফিজুর রহমান বিপু। এসময় মরহুমের সন্তান, আত্মীয়-স্বজন ও এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ জুলাই রাত অনুমান ১০টা ৪৫ মিনিটের সময় সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে তার নিজস্ব বাসভবনে ইন্তোকাল করেন। মরহুমের নামাজে জানাযা শনিবার (২৭ জুলাই) সকাল ১০টায় নলকুড়া কাসিমুল উলুম মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে তাকে নলকুড়াস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।