১৭ অক্টোবর ২০২১ রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সংক্ষুব্ধ নাগরিক সমাজের আয়োজনে এবং স্বদেশ সাতক্ষীরা, আইন ও সালিশ কেন্দ্র এবং এইচ আর ডি এফ সাতক্ষীরা জেলা কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার অংশগ্রহণে সংক্ষুব্ধ নাগরিক সমাজ আয়োজিত মানব বন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতির সহসভাপতি এ্যাড: সোমনাথ ব্যানার্জী, বাংলাদেশ হিন্দ্র বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বিশিষ্ট চিকিৎসক ডা: সুশান্ত ঘোষ, জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পী, সাধারণ সম্পাদক মাহমুদ আলী সুজন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জি, দীপ্ত টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, সাধারণ সম্পাদক সুধাংশ শেখর সরকার, বাসদ নেতা অধ্যাপক নিত্যানন্দ সরকার, জেলা মন্দির সমিতির সহ সম্পাদক বিকাশ চন্দ্র দাস, বাংলাদেশ মহিলা পরিষদের সাতক্ষীরা শাখার সভাপতি আঞ্জুয়ারা বেগম, সাধারণ সম্পাদক জ্যোন্সা দত্ত, হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক বিশিষ্ট মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত।
বক্তারা বলেন, দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়ীক উ¯কানি সৃষ্টির লক্ষে দূর্গাপূজা চলাকালিন কুমিল্লার নানুয়ার দীঘির পাড় মন্দিরের দূর্গা প্রতিমার পাশে থাকা মাটির তৈরী হনুমানের উপরে পরিকল্পিতভাবে রেখে দেওয়া একটি কোরআনকে নিয়ে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে মন্দির ভাঙচুর ও শতাধিক হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করা হয়েছে, এ ঘটনায় প্রকৃত দোষীকে সনাক্ত করে তাদেরকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান। বক্তারা সাতক্ষীরাতে শান্তিপুর্ণভাবে দূর্গাপূজা অনষ্ঠিত হওয়ায় জেলা প্রশাসন, জেলা পুলিম প্রশাসন, সকল রাজনৈতিক দল ও সাধারন মানুষকে ধন্যবাদ জানান এবং সকল প্রকার বিভ্রান্তি ও উস্কানির বিরুদ্ধে সজাগ থাকার জন্য সকলকে আহবান জানান।(প্রেস বিজ্ঞপ্তি)