বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর সড়কে বালি বোঝায় চলন্ত ট্রাকের ধাক্কায় এক গৃহবধু নিহত হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ-ওসি মোহাম্মদ গোলাম কবির জানান,
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে আশাশুনি প্রতাপনগর সড়কের গদাইপুর হাইস্কুলের সামনে চলন্ত বালি বোঝাই ট্রাকের ধাক্কায় এক গৃহবধু নিহত
হয়েছে। নিহত গৃহবধুর নাম রেবা খাতুন (২০)।
তিনি একসরা গ্রামের সুজন ইসলামের স্ত্রী। এঘটনায় ট্রাক ড্রাইভার বাবু সরদার (৩২)কে আটক করেছে পুলিশ। #