সাতক্ষীরা টাইমস ২৪ রিপোর্ট : সাতক্ষীরার কৃতি সন্তান ফেনী জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)র উপ পরিবাচলক বি.এম ইউসুফ হোসেন (৫০) ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এনএসআই এর উপ পরিবাচলক বি.এম ইউসুফ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে, তাকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করানো হয়।
১০ টা ১৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় এনএসআই এর উপ পরিবাচলক বি.এম ইউসুফ হোসেন শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বি.এম ইউসুফ হোসেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১নং কৃষনগর ইউনিয়নের, শাহপুর (ঢালীপাড়া) গ্রামের মরহুম মদন ঢালীর পুত্র। তিনি ফেনী জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)র উপ পরিবাচলক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে, সাতক্ষীরার কৃতি সন্তান ফেনী জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)র উপ পরিবাচলক বি.এম ইউসুফ হোসেন’র মৃত্যুতে গভির শোক জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।