স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার বেসরকারি হাসপাতাল ডক্টর’স ল্যাব এর ম্যানেজার কতৃক এক রোগীকে ও রোগীর স্বজনদের মারধরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা ১২ দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত বেসরকারি হাসপাতাল ডক্টর’স ল্যাবে এঘটনা ঘটে।
ভুক্তভোগী রোগী সাতক্ষীরা ইটাগাছা এলাকার মোঃ সরোয়ার হোসেন। তিনি বলেন, শারিরীক অসুস্থতা নিয়ে
ডক্টর’স ল্যাব হাসপাতালে চিকিৎসা নিতে আসি। তিনদিন আগে আমার সিরিয়াল দেওয়া। সিরিয়াল ব্রেক করে একাধিক রোগী দেখায় তার প্রতিবাদ করায় ম্যানেজার আক্তার হোসেন তার অফিসে রুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে আমাকে বেধড়ক মারপিট করেছে ।
খবর পেয়ে আমার স্বজনরা আসলে তাদেরকে মারধর করেছে ক্লিনিক কতৃপক্ষ। এসব ঘটনা হাসপাতালের সিসিটিভি তে রেকর্ড হয়েছে।
এঘটনায় ওই রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, ডাক্তার দেখাতে গেলে সিরিয়ালের বাইরে রোগী দেখতে বাঁধা দেওয়ায় ও প্রতিবাদ করায় ম্যানেজার ও হাসপাতালের কর্মচারীরা আমাদের দফায় দফায় মারধর করেছে।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার এসআই ওসমান গনী ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ওই ক্লিনিকের ম্যানেজার আক্তার হোসেন কে থানায় আনেন। পরে দু’পক্ষর সমঝোতায় বিষয়টি থানায় বসে মিমাংসা করার চেষ্টা করছে পুলিশ।