সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধের চেতনা, হারিয়ে যেতে দেব না’- এমনই প্রত্যয়োদ্দীপ্ত স্লোগানে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ।
এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক এমাদুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি সহকারি শিক্ষক নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, হাফিজুল ইসলাম, অরুন কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, কনক চন্দ্র ঘোষ, শিক্ষার্থী মাহিরা আফরিন, ফারিহা আফরিন, ইফফাত তামান্না, দিপ্তী মন্ডল প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক এসএম শহীদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠে আগামী প্রজন্মের নেতৃত্বদানের গুণাবলী অর্জন করার আহ্বান জানান।প্রেসবিজ্ঞপ্তি:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *