হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দ।
বুধবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য সেলিম শাহারিয়ার, সদস্য আশেক মেহেদী ও হাফেজ আব্দুল গফুর।
এসময় সাতক্ষীরা পুলিশ সুপার বলেন মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গণমাধ্যমকর্মীর সহযোগীতা চাই। সকলের আন্তরিক সহযোগীতায় জেলার সকল আইন শৃংখলা রক্ষা করতে চাই। জেলার মধ্যে কোন ব্যাক্তি বা গোষ্ঠী সাতক্ষীরাকে অশান্ত করার চেষ্টা করলে তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন নবাগত পুলিশ সুপার।