সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন জেলার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সদস্যরা।
শুক্রবার (০৪ মার্চ) সকাল ৯ টায় চেয়ারম্যানের বাসভবনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির আহবায়ক নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব সালাউদ্দীন রানা, সদস্য (অর্থ) আব্দুল্লাহ আল মামুন, সদস্য (প্রচার) সেলিম হোসেন, এস এম বিপ্লব হোসেন, বিশ্বজিৎ দাশ প্রমুখ। এ সময় সংগঠনের ত্রাণ বিতরণ, অসহায় মানুষকে সহায়তাসহ কার্যক্রম তুলে ধরা হয়।
সভায় সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম আর্ত মানবতার সেবায় কাজ করার জন্য প্রাক্তন রোভার স্কাউটদের প্রতি আহবান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)