আবু ছালেক : সাতক্ষীরা সদরের ফিংড়ীতে নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করেন পি আই ও ইয়ারুল হক।
দুর্যোগ ব্যাবস্হাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত, কোভিড ১৯ এর চলমান সংক্রমনের কারনে ক্ষতিগ্রস্হ নিম্ন আয়ের মানুষ শুধুমাত্র ৩৩৩ তে অনুরোধকারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১৪ নং ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান, মেম্বর ইউছুপ সরদার, আরশাদ আলী, আবু সাঈদ মোল্যা, মাহফুজ সরদার, খান আ: হামিদ, জাহিদুজ্জামান বাবু, মেম্বর সাংবাদিক মো: আবু ছালেক, আ: রাজ্জাক, দিপঙ্কর কুমার ঘোষ, রেবেকা সুলতানা, রত্না রানী সরকার, সালমা খাতুন এবং সচিব জাহাঙ্গীর আলম।
ত্রান সামগ্রী বিতরন কালে উপস্হিত ক্ষতিগ্রস্হ সকলের উদ্দ্যেশ্যে সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) মো: ইয়ারুল হক বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, গ্রাম এলাকার গরিব অসহায়দের কে যারা কোভিড ১৯ এর চলমান সংক্রমনের কারনে ক্ষতিগ্রস্হ নিম্ন আয়ের মানুষ শুধুমাত্র ৩৩৩ তে অনুরোধকারীদের মাঝে ত্রান সামগ্রী প্রদান করার জন্য।
তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজের বিত্তবান মানুষেরাও বিবেকের তাড়নায় যেন এই অসহায় মানুষের পাশে দাঁড়ায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রুপ দিয়েছেন এবং দেশকে দেশের মানুষের ভাগ্যউন্নয়নে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
মহামারি করোনাকালে সারা বিশ্ব যখন হিমসিম খাচ্ছে, সেই সময়ে ও বাংলাদেশ শক্ত অবস্থানে আছে। এর অবদান শুধু মাত্র শেখ হাসিনার।
তিনি আরও বলেন ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সাতক্ষীরার মানুষ অল্প সময়ে ঢাকায় পৌছাবে।
সাতক্ষীরার মাছ, কাচা তরিতরকারি, সকালে কৃষকরা ঢাকায় পাঠাতে পারবে, আর কোন রুগিকে ফেরিঘাটে জামে পড়েতে হবে না, সকালে সাতক্ষীরার মানুষ ঢাকায় পৌছে সন্ধায় পুনরায় ফিরে আসতে পারবে এজন্য সাতক্ষীরার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।