1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 13, 2024, 12:47 pm
Title :
সুন্দরবন কেন্দ্রীয় পর্যটন শিল্প নিয়ে এই সরকার কাজ করবে : উপদেষ্টা আসিফ মাহমুদ কালিগঞ্জে বিএনপি নেতা মোহাম্মদ আলী আর নেই, সর্বত্র শোকের ছায়া কালিগঞ্জে জামায়াতের মাসিক রোকন সম্মেলন খুলনায় কাঁচাবাজারে বিশেষ টাস্কফোর্সের তদারকি ভারতে পাচারকালে ৩৩বিজিবি’র অভিযানে ২জন বাংলাদেশী আটক কলারোয়ায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে দূরন্ত’ চ্যাম্পিয়ন, বন্ধু মহল’ রানার আপ অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : সাবেক এমপি হাবিব আন্দোলনে নিহত শহীদদের নামে প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম হবে- উপদেষ্টা আসিফ মাহমুদ সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সৌন্দর্য: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মহানবী (সা:) কে কটুক্তি করা প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরার বাজারগুলোতে উঠেছে পর্যাপ্ত ইলিশ: দামে কিছুটা স্বস্তি

  • আপডেট সময় Monday, September 9, 2024

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার বাজারগুলোতে ইলিশ মাছের দাম কমলেও সন্তোষজনক নয়। ইলিশের মৌসুম এখন। মাছ বাজারে ইলিশের আধিক্য দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। সপ্তাহখানেক ধরে দামও কমেছে কিছুটা।

মাছ ব্যবসায়ীরা বলছেন, এখন ইলিশের সিজন হওয়ায় দামও কমেছে। তবে ইলিশ কিনতে আসা ক্রেতাদের মুখ দাম কমার খবরে উজ্জ্বল হয়ে উঠেনি! ক্রেতাদের দাবি, ইলিশের দাম আরও কমা উচিত।

যাতে করে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের হাতের নাগালে থাকে। এক সপ্তাহের ব্যবধানে আকার ভেদে মাছের দাম কেজিতে দেড় থেকে দুইশ টাকা কমেছে।

জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রায় একই চিত্র। ব্যবসায়ীদের ঝুড়িতে ভর্তি নদীর রুপালি ইলিশ। এলইডি লাইটের আলোতে ঝকঝক করছে ইলিশের শরীর। পদ্মা নদীর ইলিশ, বরিশাল এবং চাঁদপুর থেকে আসা ইলিশ আলাদা করে সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ক্রেতাদের কাছে চাহিদার শীর্ষে রয়েছে পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ অপেক্ষাকৃত তাজা। এবং স্বাদেও ভালো। তবে পদ্মা নদীর ইলিশের আকার কিছুটা ছোট। অন্যদিকে বরিশাল থেকে আসা ইলিশের আকার বড়।

এক থেকে দেড় কেজি ওজনের ইলিশও রয়েছে। বিক্রেতারা জানান, এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দেড়শ থেকে আড়াইশ টাকা পর্যন্ত কমেছে ইলিশের দাম। তবে গত বছরের তুলনায় এ বছর দাম একটু কম। বর্তমানে মাছের সিজন চলায় বাজারে মাছের পরিমাণও বেশি। ফলে দাম স্বাভাবিকভাবেই কিছুটা কমের দিকে। বাজার ঘুরে ক্রেতাদের সঙ্গে আলাপ করলে তারা জানান, দাম কিছুটা কমলেও তা আশানুরূপ নয়। দাম আরও কমা উচিত।

আকার অনুযায়ী সর্বনিম্ন তিন/চারশ টাকা কেজি হলে সব শ্রেণিপেশার মানুষ সহজেই মাছ কিনতে পারবে। দেখা গেছে, তিন পিসে এক কেজি হয় এমন মাছের দাম কেজি প্রতি ৯০০ টাকা, যা আগে ছিল ১২০০ টাকা, চার পিসের এক কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকা, আগে ছিল ৯০০ টাকা। ছয় পিসের এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭৫০ টাকা। দুই পিসে এক কেজি ১৩০০ টাকা, আগে ছিল ১৫০০ টাকা। দুই পিসের এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ টাকা, আগে ছিল ১৪০০ টাকা। ক্রেতা আনারুল ইসলাম বলেন, ইলিশ মাছের দাম একটু কমেছে। কিন্তু এই কম তো আশানুরূপ নয়।

আমাদের কাছে বেশিই মনে হয়। ক্রেতা কুদ্দুস বলেন, গত সপ্তাহের চেয়ে দাম এ সপ্তাহে কম। কেজিতে দুই/তিনশ টাকা কমেছে। পদ্মার ছোট ইলিশ কিনেছি। তবে দাম আরেকটু কমলে ভালো হতো।

জেলার সুলতানপুর বড় বাজারের ইলিশ বিক্রেতা সুনিল ঘোস বলেন, দাম কমায় বিক্রি বেড়েছে। অনেকে বেশি করে কিনে নিচ্ছেন। বিক্রেতা মো. মিরাজ বলেন, পদ্মার ছোট ও মাঝারি ইলিশ বেশি বিক্রি হয়ে থাকে। পদ্মার ইলিশ বেশ তাজা থাকে। খেতে সুস্বাদু। প্রতিদিন ভোরে পদ্মার পাড় থেকে ইলিশ কিনে আনি। দাম এখন একটু কম। এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলাব্যাপী বাজার নিয়ন্ত্রণ রাখতে কাজ করে যাচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews