শেখ আিরিফুল ইসলাম আশা : সাতক্ষীরার ভালুকা চাঁদপুরে এক চালককে মারধর ও ইজিবাইক ভাংচুর এর ঘটনা ঘটেছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা আশাশুনি সড়কের ভালুকা চাঁদপুর মাদ্রাসার মোড়ে এঘটনা ঘটে।
মারধরের শিকার ইজিবাইক চালকের নাম মোঃ মেহেদী হাসান তিনি কালীগঞ্জের চম্পাফুল সাইহাটি এলাকার মোঃ মনিরুল ইসলামের ছেলে। এঘটনায় ওই ইজিবাইক চালক মেহেদী হাসান পাঁচ জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
ইজিবাইক চালক মেহেদী হাসান জানান, শনিবার বেলা সাড়ে ১১ টারদিকে বুধহাটা থেকে সাতক্ষীরা শহরে আসার সময় ভালুকা চাঁদপুর মাদ্রাসা মোড়ে পৌছালে ওই এলাকার রহিম, সুমন, ফটিকের ছেলে মোঃ আইউব আলী, আরিফ, সাগর তারা ইজিবাইক থামানোর জন্য সংকেত দেয়। তাদের সংকেতে থামলে তারা আমাকে মারধর করে।
আমার ইজিবাইকের সামনের গ্লাসসহ অন্যান্য জিনিস ভাংচুর করে। তারা বলতে থাকে এই সড়কে ইজিবাইক চলাচল নিষিদ্ধ। এর পর এই রাস্তায় ইজিবাইক নিয়ে আসলে ইজিবাইক কেড়ে নেবো এমন হুমকি দিয়ে তারা আমাকে গলাধাক্কা দিয়ে সেখান থেকে বের করেদেয়।
আমি আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এবিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছি।