বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পাঁচারের চেষ্টাকালে চারটি সোনার বারসহ মো. ইয়াকুব আলী (৫৩) নামে এক স্বর্ণপাঁচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। জব্দ করা স্বর্ণের পরিমাণ এক কেজি ৮৯৫ গ্রাম।
স্থানীয় বিজিবি অধিনায়কের ভাষ্য অনুযায়ী যার দাম আনুমানিক এক কোটি ৯৫ লাখ নয় হাজার ২৫ টাকা। আটক হওয়া পাঁচারকারী মো. ইয়াকুব আলী কলারোয়ার রাজপুর গ্রামের সাদেক আলী সরদারের ছেলে।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক দুপুরে সাংবাদিকদের জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বিজিবির মাদরা বিওপির একটি দল ভাদিয়ালী সীমান্তে অবস্থান নেয়। সেখান থেকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে থাকা ইয়াকুব আলীকে আটক করা হয়।
এসময় তার শরীর তল্লাশি করলে তার কোমরে গামছার মধ্যে পেঁচানো অবস্থায় চারটি স্বর্ণের বার পাওয়া যায়। এ ব্যাপারে মামলা দিয়ে আটক ব্যক্তিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আর জব্দ করা সোনা দুপুরেই সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।