স্টাফ রিপোর্টার : তিন দিনব্যাপী সাতক্ষীরা সদর উপজেলার লাবসা জমিদার বাড়ি সংলগ্ন ফুটবল মাঠে তাবলীগ ইজতেমার প্রথমদিনে জুম্মা নামাজে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
শুক্রবার বেলা ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, লাবসা জমিদার বাড়ি সংলগ্ন মাঠে তিন দিনব্যাপী ইজতেমার জামাতে দেশের বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লিগণসহ স্থানীয় মুসল্লিগণ অংশগ্রহণ করেছেন। তাবলীগ ইজতেমার জামাতের প্রথমদিনে জুম্মা নামাজ জামাতের সাথে আদায় করেন।
এদিকে, তিন দিনব্যাপী সাতক্ষীরা সদর উপজেলার লাবসা জমিদার বাড়ি সংলগ্ন ফুটবল মাঠে তাবলীগ ইজতেমার প্রথমদিনে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে জুম্মা নামাজ আদায় করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।