বিশেষ প্রতিনিধি : মাত্র কুড়ি টাকায় গরীব রোগীরা চিকিৎসা সেবা পাবেন এই স্বপ্ন দেখতেন কানাডা প্রবাসী ব্যাংকার ডক্টর আনসার আলী। কৃষকের ছেলে ডক্টর আনসার আলী প্রবাস জীবনে থাকাকালীন সময়ে বাবা-মায়ের সঠিক চিকিৎসা করাতে পারেননি।
তারা আজ বেঁচে নেই তাই বাবা-মায়ের কথা ভেবে তিনি গ্রামে এসে গড়ে তুললেন কুড়ি টাকার হাসপাতাল। আজ শনিবার সকালে হাসপাতালটির শুভ উদ্বোধন হয়েছে । গরিবের হাসপাতালটি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।
শনিবার বেলা ১১ টায় শ্যামনগর শহরতলীর সন্নিকটে খানপুরে ডঃ আনসার আলী নামীয় একটি বেসরকারী হাসপাতালের উদ্ভোধন হয়েছে। কানাডা প্রবাসী বিশিষ্ট ব্যাংকার ডঃ আনসার আলীর প্রতিষ্ঠিত এ বেসরকারী হাসপাতালটিতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা ও পরিক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি।
ডঃ আনসার আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন রেকেয়া মুনসুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু, বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর সরকারী মহাসীন কলেজের সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দীন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক জাগরণের সাতক্ষীরা জেলা প্রতিনিধি জি,এম, আকবর কবীর, সাবেক সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ শ্যামনগর প্রতিনিধি আলমগীর সিদ্দিকী, নয়া দিগন্ত প্রতিনিধি মোস্তফা কামাল,দৈনিক মানবকণ্ঠের জিয়াউর রহমান, সাবেক বন কর্মকর্তা মনজুরুল ইসলাম, ইউপি সদস্য আজহারুল ইসলাম, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মারুফ, ডাঃ গোপাল চন্দ্র মন্ডল,
বিভিন্ন এলাকার গ্রাম্য ডাক্তার সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষকের ছেলে ডক্টর আনসার আলী। অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার থাকাকালীন ডেপুটেশনে মধ্যপ্রাচ্যের বাহারাইন ও কুয়েতে কয়েক বছর অবস্থান করেছেন।চাকরি ছেড়ে পরবর্তীতে স্থায়ীভাবে কানাডার নাগরিকত্ব গ্রহণ করেন। টরেন্টোতে বিজনেস এডমিনিস্ট্রেশনের উপর পিএইচডি ডিগ্রি নিয়ে কয়েকটি সংস্থায় লোভনীয় পদে চাকুরিও করেছেন।
স্ত্রী, সন্তানেরা কানাডাতে।প্রবাস জীবনে কাড়িকাড়ি টাকা আয় করলেও মনটা পড়ে আছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর গ্রামে।
তাই নাড়ির টানে গ্রামে এসে তৈরি করেছেন ফসলের ক্ষেত। নিজের হাতে ধান লাগান এবং কাটেন।বাড়ির আঙিনায় তৈরি করেছেন সুশোভিত ফুলের বাগান, ফলজ-বনজ বৃক্ষরাজির সমাহার।
গ্রামের মানুষের চিকিৎসার কথা ভেবে তৈরি করেছেন নিজের নামে গ্রামীণ হাসপাতাল। মাত্র ২০ টাকায় যে কেউ চিকিৎসা নিতে পারবেন এই কনসেপ্ট মাথায় রেখে ১০ শয্যার হাসপাতালটির কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
কাজ পাগল মানুষ তিনি। সব সময় কাজ নিয়ে ভাবেন এবং বাস্তবায়ন করার চেষ্টা করেন। সুন্দরবন সংলগ্ন জনপদের গরিব মানুষের কথা ভেবে তিনি নিজ উদ্যোগে গড়ে তুললেন কুড়ি টাকার হাসপাতালটি।