শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে ক্ষতিগ্রস্থ ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫এ-১।
শনিবার বেলা ১২ টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ও পদ্মপুকুর ইউনিয়নের ১৫০টি অসহায় পরিবারের মাঝে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি আলহাজ্ব আবুল কালাম বাবলা উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য মোঃ শাহিনুর ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি মোঃ আবুল বাশার, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব দারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানে দেড়শ পরিবারের মাঝে ১২ কেজি চাউল, ২কেজি আটা, ১ কেজি লবন ও বিতরণ করা হয়।