শেখ আরিফুল ইসলাম আশা : করোনা ভাইরাসের প্রথম ডোজ গণটিকা নিতে সাতক্ষীরায় কেন্দ্রে কেন্দ্রে দিনভর ছিল ভিড়। খুব সকাল থেকে লাইনে দাঁড়িয়ে সব বয়সের নারী পুরুষ এই টিকা গ্রহনে আগ্রহী হয়ে ওঠে। শনিবার ছিল প্রথম ডোজের টিকাদানের সর্বশেষ দিন। স্বাস্থ্যবিভাগের এমন ঘোষনার মুখে টিকা গ্রহনের হিড়িক পড়ে যায়।
স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, জেলার ৭৮ টি ইউনিয়নের প্রতিটিতে তিনটি করে ২৩৪ টি ও পৌরসভার আরও নয়টি সহ মোট ২৪৩টি কেন্দ্রে এই গনটীকা দেওয়া হয়। আগ্রহীদের ভিড়ের পাশাপাশি এদিন স্বাস্থ্যকর্মীরাও ব্যস্ত ছিলেন টিকা দেওয়ার কাজে।
জেলার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানিয়েছেন, ১ লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এই কার্যক্রম শুরু করা হয়। তবে শেষ পর্যন্ত কতোটা দেওয়া গেছে এই হিসাব মেলাতে আরও সময় লাগবে। তিনি জানান, টিকা নিতে মানুষের আগ্রহের কমতি ছিল না। এমনকি ভিড়ের মধ্যেও ঠেলাঠেলি করে তারা টিকা নিয়েছেন।