1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 18, 2021, 1:08 am
Title :
ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইমাদুল হোসেনের মনোনয়নপত্র জমা ইউপি নির্বাচন: শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেন চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা কলারোয়ায় ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে নারীদের দর্জি প্রশিক্ষণ কর্মশালা দেবহাটায় মুক্তিযোদ্ধা খতিব উদ্দীনকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন দেবহাটায় ওয়ারেন্টভুক্ত আসামী ও কপোত কপোতিসহ গ্রেফতার-৬ কালিগঞ্জে কৃষ্ণনগর ইউপি নির্বাচনে লাঙ্গল প্রতীক পেলেন সাফিয়া সাতক্ষীরাতে সকল প্রকার উসকানি, সাম্প্রদায়ীকতা ও ধর্মীয় আঘাতের প্রতিবাদে সংক্ষুব্ধ নাগরিক সমাজের মানববন্ধন ও প্রতিবাদ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রতিযোগিতা আগামীকাল শেখ রাসেল দিবস নৌকা বিজয়ের লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান অছলের নির্বাচনী পথসভা

সাতক্ষীরার ৭১ জন এসিড সারভাইভরকে কোভিড-১৯ বিশেষ সহায়তা প্রদানসাতক্ষীরার ৭১ জন এসিড সারভাইভরকে কোভিড-১৯ বিশেষ সহায়তা প্রদান

  • আপডেট সময় Sunday, September 19, 2021

১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার সকাল ১০টায় Estern Bank Limited(EBL) এর আর্থিক সহায়তায় একশন এইড বাংলাদেশ অসহায় এসিড সারভাইভরদের মাঝে নগদ ৩০০০ টাকা করে মোট ৭১ জনকে সিএসআর কার্যক্রমের আওতায় কোভিড-১৯ বিশেষ সহায়তা প্রদান করে।

স্থানীয় উন্নয়ন সংস্থা স্বদেশ ও সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক সাতক্ষীরা কর্মসুচিটি বাস্তবায়ন করে।স্বদেশ সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালকএকেএম শফিউল আযম।

অন্যান্যদের মধ্যে স্বদেশ সংস্থার পরিচালক মাধব চন্দ্র দত্ত, একশন এইড এর সিনিয়র প্রগ্রাম কো-অডিনেটর নুরুন্নাহার বেগম, মোঃ জাহাঙ্গির হোসেন ডেপুটি ম্যানেজার হিউম্যান টেরিয়ান রেসপন্স একশন এইড, মোঃ মাহাবুব রহমান ফাইনান্স অফিসার এএবি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু মুছা, সিনিয়র সাংবাদিক সুবাস চৌধুরীসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান হতে আগত এসিড সারভাইভর বৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি একশন এইড ও ইর্ষ্টান ব্যংক লিমিটেডএর এই সহায়তা কেকা জেলা গিয়ে কিছু আয় বর্ধক কাজ করার জন্য সকলকে অনুরোধ করেন।

স্বদেশ ও এসবিজিএন এর এই উদ্যোগ সমাজে বিশেষ অবদান রাখবে বলে উল্লেখ করেন। তিনি এসিড সারভাইভরদের জন্য সরকারের বিভিন্ন সহায়তাসহ জেলা মহিলা বিষয়কঅধিদপ্তরের গৃহিত কর্মসুচির কথা উল্লেখ করেন।

প্রসঙ্গতঃ সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময়ে ১১জন শিশু, ১১০ জননারী ও ৪৩ জন পুরুষ জমি-জমা, প্রেম সংক্রান্ত বিষয় এবং ব্যক্তিগত আক্রোশ থেকে এসিড আক্রান্ত হন। প্রেসবিজ্ঞপ্তি

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews