১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার সকাল ১০টায় Estern Bank Limited(EBL) এর আর্থিক সহায়তায় একশন এইড বাংলাদেশ অসহায় এসিড সারভাইভরদের মাঝে নগদ ৩০০০ টাকা করে মোট ৭১ জনকে সিএসআর কার্যক্রমের আওতায় কোভিড-১৯ বিশেষ সহায়তা প্রদান করে।

স্থানীয় উন্নয়ন সংস্থা স্বদেশ ও সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক সাতক্ষীরা কর্মসুচিটি বাস্তবায়ন করে।স্বদেশ সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালকএকেএম শফিউল আযম।

অন্যান্যদের মধ্যে স্বদেশ সংস্থার পরিচালক মাধব চন্দ্র দত্ত, একশন এইড এর সিনিয়র প্রগ্রাম কো-অডিনেটর নুরুন্নাহার বেগম, মোঃ জাহাঙ্গির হোসেন ডেপুটি ম্যানেজার হিউম্যান টেরিয়ান রেসপন্স একশন এইড, মোঃ মাহাবুব রহমান ফাইনান্স অফিসার এএবি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু মুছা, সিনিয়র সাংবাদিক সুবাস চৌধুরীসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান হতে আগত এসিড সারভাইভর বৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি একশন এইড ও ইর্ষ্টান ব্যংক লিমিটেডএর এই সহায়তা কেকা জেলা গিয়ে কিছু আয় বর্ধক কাজ করার জন্য সকলকে অনুরোধ করেন।

স্বদেশ ও এসবিজিএন এর এই উদ্যোগ সমাজে বিশেষ অবদান রাখবে বলে উল্লেখ করেন। তিনি এসিড সারভাইভরদের জন্য সরকারের বিভিন্ন সহায়তাসহ জেলা মহিলা বিষয়কঅধিদপ্তরের গৃহিত কর্মসুচির কথা উল্লেখ করেন।

প্রসঙ্গতঃ সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময়ে ১১জন শিশু, ১১০ জননারী ও ৪৩ জন পুরুষ জমি-জমা, প্রেম সংক্রান্ত বিষয় এবং ব্যক্তিগত আক্রোশ থেকে এসিড আক্রান্ত হন। প্রেসবিজ্ঞপ্তি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *