আলতাফ হোসেন বাবু : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় অসহায় ও সুবর্ন নাগরিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্হার আয়োজনে বুধবার বিকালে শহরের কামালনগরে অসহায় ও সুবর্ন নাগরিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আতিকুজ্জামান সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওযামী লীগের যুগ্ম-সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় অসহায় ও সুবর্ন নাগরিকদের মাঝে ঈদের উপহার হিসেবে নতুন জামাসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।