স্টাফ রিপোর্টার : জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে করোনায় অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে সাতক্ষীরায় খাদ্য বিতরণ করা হয়েছে। সাতক্ষীরার কৃতি সন্তান জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ড. কাজী এরতেজা হাসান (সিআইপি)’র পক্ষ থেকে আজিজা মান্নান ফাউন্ডেশন এর সৌজন্যে শুক্রবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দৈনিক ভোরের পাতার প্রধান সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা কাজী হেদায়েত হোসেন রাজ এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মীর মোস্তাক আলী, কাজী বাবু, ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মোসফেকুর রহমান মিল্টন, ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, কাজী রাজা,কাজী আবু সেলিম, কাজী সহিদুজ্জামান, কাজী আব্দুল মাগফুর, শেখ জুবায়ের আল্ জামান, প্রকৌশলী মফিজুর রহমান ঢালী, খন্দকার আনিসুর রহমান, রফিকুল ইসলাম, কাজী টগর প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি,দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি আমাদের গর্ব। তিনি সবসময় চেষ্টা করেন আমাদের এই আঞ্চলের মানুষের জন্য কিছু করার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মোসফেকুর রহমান মিল্টন।