নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকানঘর ভাংচুর জোরপূর্বক তালা ঝুলানোর অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী নাজমুল আলম তারা প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা শহরের দক্ষিণ পলাশপোল এলাকার মৃত. আজিজুর রহমানের পুত্র মো: নাজমুল আলম পলাশপোল মৌজায় এস এ ২৬০০ নং খতিয়ানের ১.৭০ শতক জমি ভাড়া নিয়ে সেখানে দীর্ঘ ২০ বছর যাবত ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
গত ২৪ অক্টোবর ২১ তারিখে তিনি ওই সম্পত্তি ক্রয় করেন। ক্রয়ের পর পলাশপোল এলাকার মৃত. মনিরুল কবির খানের পুত্র ফয়জুল কবির খান বিপু উক্ত সম্পত্তি জবর দখলের হুমকি প্রদর্শণ করে।
এঘটনায় ভুক্তভোগী নাজমুল আলম ৭ নভেম্বর ২১ সাতক্ষীরা আদালতে ফৌ: কা: বি আইনের ১৪৫ ধারায় প্রতিকার চাইলে আদালত নিষেধাজ্ঞা জারি করেন।
এতে ক্ষিপ্ত হয়ে শহরের চিহ্নিত ভূমি দখল চক্রের হোতা ফয়জুল কবির খান বিপু, একই এলাকার মৃত. ফজর আলীর পুত্র আব্দুর রহমান বাবু, হবিবুর রহমানের পুত্র রফিকুল ইসলাম, বদ্দীপুর কলোনীর হারান মন্ডলের পুত্র হোসেন মিস্ত্রিসহ কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে নাজমুল আলমের ক্রয়কৃত সম্পত্তিতে থাকা দোকানঘর ভাংচুর করে এবং জোরপূর্বক তালা ঝুলিয়ে দেয়।
এছাড়া সে সময় নাজমুল আলমকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নাজমুল আলম তারা। সদর থানা পুলিশ অভিযোগটি গ্রহণ করে তদন্তের একজন পুলিশ কর্মকর্তার উপর দায়িত্ব দিয়েছেন।