সাতক্ষীরায় আরো ৫৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রাপ্ত তথ্য অনুযায়ী এ সময় নমুনা পরীক্ষা হয়েছে ৯২ জনের। শনাক্তের হার ৬০ দশমিক ৮৭ শতাংশ।
এদিকে সাতক্ষীরায় করোনা শনাক্তের ৪১৯ দিনে জেলায় ১১ হাজার ৬১ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। যার গড় ২৫ দশমিক ৬৮ শতাংশ।
গত ২৩ মে থেকে জেলায় করোনা শনাক্তের উর্দ্ধগতি অব্যাহত থাকায় দু’দফায় ১৪ দিনের লকডাউন আজ রাত ১২ টায় শেষ হওয়ার পর তৃতীয় দফার লকডাউন শুরু হচ্ছে। এমাসে জেলায় ২ হাজার ৪৪০ জনের নমুনা পরীক্ষা করে ১হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ০৮ শতাংশ।
জেলায় করোনায় মোট মৃত্যু ৫৭ জন এবং করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫৯ জনের মৃত্যু হয়েছে।