ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় আরো ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ১৮৬ জনের। শনাক্তের হার ৪৭ দশমিক ৩১ শতাংশ। আজ বুধবার রাত সাড়ে ৮ টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩জনের মৃত্যু হয়েছে। এছাড়া বুশরা ক্লিনিকে ১জন। মঙ্গলবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও ৬টি ক্লিনিকে ৩৩৪জন করোনা রোগি চিকিৎসাধীন ছিল।
মঙ্গলবার প্রাপ্ত সর্বশেষ ২৪ ঘন্টায় জেলায় ১৮৮ জনের নমুনা পরিক্ষা করে ১০০ জন পজিটিভ পাওয়া যায়। যার আক্রান্তের হার ৫৩ দশমিক ১৯ শতাংশ। এপর্যন্ত জেলায় করোনা পজিটিভ মৃত্যু হয়েছে ৫৫জন ও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ২৫২ জনের মৃত্যু হয়েছে। জেলায় এপর্যন্ত করোনা পজিটিভ সনাক্ত হয়েছে ২হাজার ৬১১জন।