স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় এমআর পরিবহনে নতুন সংযোজন এমআর সিলিপার কোচের পর এবার এমআর বুলেট এসি বাস উদ্বোধন করা হয়েছে। পরিবহণ জগতে এমআর বিজনেস গ্রুপ এমআর বুলেট উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে।
মঙ্গলবার সন্ধা ৭ টায় সাতক্ষীরা সঙ্গীতা মোড় সংলগ্ন এমআর কাউন্টারে ফিতা কেটে এমআর বুলেট এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআর বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মোঃ নুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআর বিজনেস গ্রুপের এমডি ইকবাল কবির পলাশ, পরিচালক শফিউল্লাহ শফি, সাতক্ষীরা নব জীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা মৎস্য অফিসার মোঃ হাসান সাজ্জাত।
এছাড়া উপস্থিত ছিলেন এমআর পরিবহনের সাতক্ষীরা কাউন্টার ম্যানেজার আব্দুল আজিজসহ স্টাফ বৃন্দ। উদ্বোধন শেষে এমআর বুলেট এসি বাসের সকল যাত্রীদের মিষ্টিমুখ করানো হয়।