নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে
এস.এস.সি ৮২ ব্যাচের বন্ধুদের ফ্যামিলিসহ মিলন মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ মার্চ) শহরের ইটাগাছা তিতুমীর কমিউনিটি সেন্টারে দিনব্যাপি এ মিলন মেলায় এস.এস.সি ৮২ ব্যাচের বন্ধুরা ও তাদের পরিবার অংশ নেয়।
এস.এস.সি ৮২ ব্যাচের বন্ধুদের ফ্যামিলিসহ মিলন মেলা-২০২২ এ উপস্থিত ছিলেন এস.এস.সি ৮২ ব্যাচের শিক্ষার্থী নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ক্লাব প্রেসিডেন্ট ডিস্ট্রিক ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু, নাসরিন শাহী, শুভ্র আহমেদ, শ্রীউলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, ডা. মিনহাজ, মাহফুজ, তিতুমীর, সৈয়দ জয়নুল আবেদীন জসি, শিরিন দিপা, দিদারুল, নিয়াজ, শাইরুল ইসলাম, ইঞ্জি: রেজোয়ান, জ্যোৎস্নাসহ এস.এস.সি ৮২ ব্যাচের বন্ধুদের ফ্যামিলিসহ মিলন মেলায় অংশগ্রহণ করে।