বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরায় করোনা সংক্রমণ কিছুতেই থামছে না। প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৩ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় একজন করোনায় ও ৭ জন করোনা চিকিৎসা নেওয়া আইসোলেশনের রোগী মারা গেছে।
গতকাল মঙ্গলবার (২২ জুন) করোনা টেস্টে যশোর ও সাতক্ষীরার ২৮১ জনের মধ্যে ৭৭ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। আর প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতাল-ক্লিনিকে। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ৩৯১ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
এদিকে লকডাউনের তৃতীয় সপ্তাহে পুলিশ প্রশাসন চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষকে অপ্রয়োজনে ঘরের বাইরে না আসতে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে যারা অপ্রয়োজনে বাইরে আসছেন তাদের করা হচ্ছে জরিমানা।
আটক করা হচ্ছে মোটরসাইকেল, ভ্যান ইজিবাইক। তবে চলমান লকডাউন গ্রামে গঞ্জে মানা হচ্ছে না। করোনা সংক্রমণ কমাতে হলে লকডাউন কঠোর হওয়া দরকার বলে মনে করেন ভুক্তভোগীরা।
লকডাউনে মাস্ক পরা, সামাজিক দূরুত্ব মেনে চলা ও ঘরের বাইরে না আসার সচেতনতামূলক প্রচারণার সাথে সাথে আইন প্রয়োগ করে জরিমানা করা ও গাড়ি আটক করা হচ্ছে বলে জানালেন জেলা পুলিশের প্রধান মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান।
সরকারি তথ্য মতে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ২৮৮ জন, আর করোনায় মারা গেছেন ৬৩ জন। বর্তমানে জেলায় ৮৬৩ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছে।
এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৫০ জনে। যদিও বেসরকারি হিসাবে করোনা উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আরও বেশি বলে খবর পাওয়া গেছে।