অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ১ জন এবং উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্ত ৬৮ জন এবং উপসর্গে ৩৩২ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
হাসপাতাল সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় ১৩ হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছে ৩ হাজার ৩২১ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৮২০ জন। এরমধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন এবং বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ৭৭৭ জন। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৫৫ জন। বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে উপসর্গে ভর্তি আছেন ১০১ জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গে ভর্তি আছেন ২৪৮ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২ হাজার ৪৩৩ জন।