সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ে, ১০ জুলাই শনিবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ৪১৯ জন।

এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছে সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮৬ জনের। শনাক্তের হার ৩৪ দশমিক ৭০ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৬৪ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে জেলায় মারা গেছে ৫ জন। জেলায় মোট ২৮৬ টি নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। শনাক্তের হার ৩৪ দশমিক ৭০ শতাংশ।

১০ জুলাই পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৩০৬ জন। করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় মারা গেছে ৫জন। এনিয়ে জেলায় ১০ জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭৬ জন এবং উপসর্গে মারা গেছেন অন্ততঃ ৪১৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *