স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের পালপাড়ায় ক্ষতিগ্রস্থ সেই প্রতিমা শিল্পীর পাশে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলঅ চেয়ারম্যানের কার্যালয়ে ক্ষতিগ্রস্থ প্রতিমা শিল্পী রঞ্জন কুমার পালকে আর্থিকভাবে সহযোগিতা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা যুবলীগের সাধারণ-সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, আগরদাঁড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ-সম্পাদক তাপস কুমার প্রমুখ।