বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে নবযাত্রা
প্রকল্পের অবদান, অভিজ্ঞতা উপস্থাপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান।
সভা থেকে উপকূলবাসীর জীবনমান উন্নয়নে দ্বিতীয় পর্বে নতুন প্রকল্প বাস্তবায়নে উপস্থিত ব্যক্তিবর্গের মতামত গ্রহণ করা হয়। একই সাথে বাস্তবায়নকৃত নবযাত্রা প্রকল্পের ফলাফল চিত্র প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে আলোচনা করেন কৃষি কর্মকর্তা ড. জামাল উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার হালদার, দেশ টিভি ও দেশ রূপান্তর পত্রিকার শরীফুল্লাহ কায়সার সুমন, প্রাণী সম্পদ কর্মকর্তা এ বি এম আব্দুর রউফ, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পূলক চক্রবর্তী, নবযাত্রা প্রকল্পের
সিনিয়র অপারেশনস ম্যানেজার আশীষ কুমার হালদার, অপারেশনস ম্যানেজার প্রণতি
বেরোনিকা কস্তা, সুশীলনের জি এম মনিরুজ্জামান প্রমুখ।