স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় গাভী খামারীদের দক্ষতা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় সাতক্ষীরা পৌর এলাকার সুদূর ডাঙ্গী গ্রামে লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেড এই বৈঠকের আয়োজন করে।
এতে কোম্পানির সাতক্ষীরা জেলা শাখার ম্যানেজার মো: আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেডের সাতক্ষীরা শাখার পরিচালক ও অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আফসার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল তীর লাইভ স্টক ডেভেলমেন্ট (বিডি) লিমিটেডের টেরিটরি ম্যানেজার এসএম আরিফুল ইসলাম ও স্বেচ্ছাসেবক মো: মনিরুজ্জামান।
বৈঠকে প্রধান অতিথি বলেন, লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট বাংলাদেশে দুধ, মাংস ও গবাদী পশুর প্রজনন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে করে যাচ্ছে। এতে বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে। এতে বেকারত্ব দূর হচ্ছে।