শেখ আরিফুল ইসলাম আশা : সাতক্ষীরায় চুরি হওয়াা মালামাল সহ চিহ্নিত দুই চোর কে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃত চোর, সাতক্ষীরা শহরের চালতেতলা বাটকেখালী এলাকার শেখ নুরুল ইসলামের ছেলে শেখ আসাদুল ইসলাম ও একই এলাকার শামছুর রহমানের ছেলে মোঃ মফিজুল ইসলাম।
শনিবার ১৯ জুন রাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা সংগ্রাম টাওয়ারের দক্ষিণ পাশে তামিম ডেকোরেটরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল সোলার ব্যাটারি, শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করেছে পুলিশ।
এঘটনায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ দেলোয়ার হুসেন সাংবাদিকদের জানান, গত ১৬ জুন সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মোছাঃ আনিছা খাতুনের বাড়িতে চুরি হলে তার দেওয়া অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত দুই চোর কে চুরি হওয়া মালামাল সহ আটক করা হয়েছে। আটক দুই জন সাতক্ষীরা শহরের পেশাদার চোর। তাদের বিরুদ্ধে একাধিক চুুরি মামলা রয়েছে বলে জানান তিনি।