স্টাফ রিপোর্টার : জমি কিনে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর এলাকার হিন্দু সম্প্রদায়ের দুই ভাই ও তাদের পরিবার। ভুক্তভোগীরা হলেন সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর এলাকার মৃত সাধন ঘোষ এর ছেলে বিকাশ ঘোষ ও তার সহধর সত্যপদ ঘোষ।

বিকাশ ঘোষ বলেন, ২০২০ সালের ২ মার্চ ব্রহ্মরাজপুর এলাকার মৃত পাগল গাজী’র দুুই মেয়ে মোছাঃ আমেনা খাতুন ও মোছাঃ জামিলা খাতুনের কাছ থেকে ৩৬ লক্ষ টাকার বিনিময়ে ব্রহ্মরাজপুর মৌজা’য় ৮৪৯ নং খতিয়ানে ৮৩৪৭ ও ৮৩৫৮ দাগে ৭২ শতক জমি ক্রয় করি। ক্রয়কৃত জমি মোছাঃ আমেনা খাতুন ও মোছাঃ জামিলা খাতুনের পৈতৃক সম্পত্তি।

তারা আমাদের দুই ভায়ের নামে ওই জমি কবলা রেজিস্ট্রি করেদেন এবং জমির দখল বুঝিয়ে দেন তারা। জমি ক্রয়ের পর থেকে আমেনা খাতুন ও জামিলা খাতুনের বিমাতা ভাই ব্রহ্মরাজপুর ওমরা পাড়ার সোলেমান গাজী আমাদের ক্রয়কৃত জমি দখল করার চেষ্টা করে। সে এলাকায় প্রচার করতে থাকে তার দুই বোন আমেনা খাতুন ও জামিলা খাতুনের কোনো জমি এখানে নেই।

এমনকি জমি কেনার পাঁচ মাস পর সোলেমান গাজী ও তার ছেলে মোঃ শাহাজান কবির, মোঃ আযান ওরফে আজিজুর রহমান মেয়ে খাদিজা খাতুন, আয়েশা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা জজ আদালতে বাটয়ারা মমলা করে।

বিকাশ ঘোষ অভিযোগ করে আরো বলেন, মামলার পর থেকে শুরুহয় আমাদের উপরে সোলেমান গাজীর অত্যাচার। সে রাতের আঁধারে স্থানীয় এক জনপ্রতিনিধির লালিত সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের ক্রয়কৃত জমির সীমানায় দেওয়া বেড়া ভেঙে জমি দখলের চেষ্টা করে। সেই সন্ত্রাসী বাহিনী আমাদের প্রকাশ্যে বলতে থাকে জমি ছেড়ে দে নইলে তোদের দু’ভায়ের লাশ ফেলে দেওয়া হবে।

আমরা এসব বিষয়ে বহুবার পুলিশে অভিযোগ দিয়েছি। থানা ও ডিবি অফিসে কয়েকবার মিমাংসার জন্য বসলেও কোনো লাভ হয়নি।

উল্টো আমাদের দু’ভাইকে বিপদের সম্মুখীন হতে হয়েছে বার বার। এমনকি সোলেমান গাজী জেলার সরকার দলীয় প্রভাবশালী দুই নেতার নাম উল্লেখ করে বলেন, তারা আমার লোক থানা পুলিশ যেখানেই যাস কোনো লাভ হবেনা। জমি ছেড়ে ভারতে পালাতে হবে তোদের। আমরা এত টাকা দিয়ে জমি কিনে সেই জমি ভোগ করতে পারছি না। এখন পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা।

অপরদিকে মোছাঃ আমেনা খাতুনের ছেলে আব্দুল হাকিম জানান, বিকাশ ঘোষ ও সত্যপদ ঘোষ এর কাছে যে জমি বিক্রি করা হয়েছে তা আমার মা আমেনা খাতুন ও খালা জামিলা খাতুনের পৈতৃক রেকর্ডিয় সম্পত্তি। আমার মা খালারা নিয়ম মেনে তাদের কাছে বিক্রি করেছে। তাদের নামে কবলা রেজিস্ট্রি করে দিয়েছে।

ওই জমি আমার মায়ের বিমাতা ভাই দখল করতে মরিয়া হয়ে উঠেছে। সে আদালতে একটি বাটয়ারা মামলা দিয়ে আমাদের সহ ওই হিন্দু দুই ভাই বিকাশ ঘোষ ও সত্যপদ ঘোষকে নানাভাবে হয়রানি করছে। সে সন্ত্রাসী বাহিনী দিয়ে জমি দখলের চেষ্টা করছে। এবিষয়ে আমরা জেলা পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কমনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *