স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে “মুজিববর্ষ বঙ্গবন্ধু” বইমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ১৭ মার্চ) বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিন ব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু। ভার্সুয়ালি প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএএস মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি একে ফজলুল হক, জেলা আওয়ামী লাগের সহ সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।
এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে সুসজ্জিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের লাবনী মোড় হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের বইমেলা প্রাঙ্গণে যেয়ে শেষ হয়।