স্টাফ রিপোর্টার : জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধায় সাতক্ষীরায় স্মরণ করা হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের।

রোববার সকাল সাড়ে ৮টায় শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

দিবসটি উদযাপন উপলক্ষে রোববার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৮টা থেকে সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সাংসদসহ বিভিন্ন সংগঠণের পক্ষ থেকে শহরের খুলনা রোড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউজে ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভার আয়োজন করা হয়।

দুপুরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মুনাজাত ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এ ছাড়া দুপুরে শহরের প্রতিটি ওয়ার্ডে, জেলার সকল উপজেলা, ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ এলাকা, এতিমখানা ও জেলখানায় উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পন করেন সাতক্ষীরা জেলা প্রশাসাক মোহাম্মদ হুমাউন কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু,

আ হ ম তারেক উদ্দিন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড ওসমান গণি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জন স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস, সদস্য আলহাজ্ব এসএম শওকত হোসেন, সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, সদর উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন রাজনীক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *