ডেস্ক রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরার হরিজন পল্লীতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগষ্ট) বিকালে সাতক্ষীরা পৌর হরিজন পল্লীতে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এ প্রতিযোগিতার আয়োজন করে।
এসময় বারসিকের সহকারি কর্মসূচি কর্মকর্তা আসাদুল ইসলাম, গবেষণা সহকারি মাহিদা মিজান, হরিজন পল্লীর সরদার চন্দন হেলা এবং তপন হেলা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় হরিজন পল্লীর শিশুরা বঙ্গবন্ধু ও বাংলার প্রকৃতির ছবি আঁকে।
বারসিক কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা বাসায় থেকে পড়ালেখা করছে। তাদের এই একঘেয়েমি ভাব কাটাতে আমাদের এই উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে শিশুরা বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে শিশুদের জানানো হয়।