স্টাফ রিপোর্টার : জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার ৩৭ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় শ্রমিকলীগের আনন্দ মিছিল টি সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর মোরালে পুস্তক অর্পণ করেন শ্রমিকলীগের নতুন কমিটির আহবায়ক মোঃ আব্দুল্লা সরদার, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি সহ নেতৃবৃন্দরা।
এছাড়া জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন ও জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক কে ফুলের শুভেচ্ছা জানান তারা।
এসময় ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির আহবায়ক মোঃ আব্দুল্লা সরদার,সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, যুগ্ন-আহবায়ক শ্রী বিকাশ কুমার দাশ, সদস্য শেখ রেজাউল করিম, শেখ রবিউল ইসলাম রবি, কাজী আক্তারুজ্জামান মহব্বত, আব্দুল কাদের কাদু, স.ম আব্দুস সালাম, মোঃ জাকির হোসেন টিটু, মোঃ আব্দুল আজিজ বাবু, মোঃ ছালাম সরদার, শেখ শহিদুল ইসলাম কালু, শেখ শফিউল ইসলাম শফি, শেখ মকছুর রহমান, আব্দুল কাদের কাদু, শেখ আজাদ আলী, গাউস ও মুকুলসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।