সাতক্ষীরা ভ্রাম্যমান প্রতিনিধি : সাতক্ষীরায় মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে শহরের খুলনা রোডস্থ বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে জেলা আ’লীগের আয়োজনে ও পৌর আ’লীগের সার্বিক ব্যবস্থাপনায় পৌর আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ তিনি বলেন পূব পাকিস্তানের মানুষের উপর বারবার নির্যাতন নিপিড়ন আর শোষন মাত্রা পাকিস্তানী সরকার বাড়িয়ে দিয়েছিল। পূর্ব বাঙ্গালীরা ভেবেছিল আন্দোলন সংগ্রাম ছাড়া মুক্তির কোন রাস্তা নেই। ১৯৭১ সালে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাঙ্গালীরা ঝাপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে বহু রক্তের বিনিময় অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক) অধ্যক্ষ আবু আহমেদ, আলীগ নেতা এড. অনিত মুখার্জী, এসএম শওকত হোসেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, লায়লা পারভিন সেজুতি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি শেখ রাশিদুজ্জামান রাশি, যুবলীগনেতা জহুরুল হক নান্টু, মিজানুর রহমান, রেজাউল হক রেজা, এসময় আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুনউর রশিদ।