নিজস্ব প্রতিনিধি : বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান “পুষ্টি পবিত্র কোরআনের আলো” শীর্ষক হিফজুল কোরআন প্রতিযোগিতা জেলা পর্যায়ের বাছাই পর্ব-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের যমুনা হলের দ্বিতীয় তলায় বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে দিনব্যাপী প্রতিযোগিতায় প্রধান অতিথি ও প্রধান বিচারক হিসেবে বক্তব্য রাখেন পুষ্টি পবিত্র কোরআনের আলো’র ঢাকার প্রতিনিধি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা’র ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাদ্দিস আবুল খায়ের, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার মুফতি আক্তারুজ্জামান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামীক ফাউন্ডেশন সাতক্ষীরার কর্মকর্তা মাও. কাজী মাহাবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা’র দ্বিতীয় কর্মকর্তা শহীদুর রহমান, হাফেজ মাও. জুলফিকার আলী, মাও. শহীদুল ইসলাম, সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের মুয়াজ্জিন ও বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী হাফেজ ইব্রাহীম খলিল , হাফেজ মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিচারকরা খুলনা বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহনের জন্য ৫ জনকে ইয়েস কার্ড প্রদান করেন। এর আগে প্রতিযোগিতায় অংশ গ্রহন করা প্রথম ১৩ জন পুরস্কৃত করা হয়। সাতক্ষীরা জেলা প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে ২৫ জন ক্ষুদে হাফেজ কোরআনের পাখি অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা জামে মসজিদের খতিব মাও. মাহমুদুল হাসান মাহমুদী ও মাও. মনিরুল ইসলাম ফারুকী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ও ইসলামীক ফাউন্ডেশন সাতক্ষীরার কর্মকর্তা মাও. কাজী মাহাবুবুর রহমান।