স্টাফ রিপোর্টার : “তথ্য আমার অধিকার জানা আছে কি সবার” ও তথ্য আমার অধিকার জানতে হবে সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও অগ্রগতি সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফ রহমান, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামার বাড়ি) উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাসান সাজ্জাদ, অগ্রগতি সংস্থার প্রকল্প সমন্বয়কারি অক্ষয় কুমার ও আল মামুন প্রমুখ। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।