মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আর-হাদী, সাতক্ষীরা মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ -আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জর্জ কোর্টের পিপি এডভোকেট আব্দুল লতিফ, সড়ক
ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা প্রমুখ।
জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় মেডিকেলে চান্স পাওয়া জেলেকণ্যা মারুফার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির।
এসময় মেডিকেলে চ্যান্স পাওয়া তালা উপজেলার গরীব মেধাবী শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। এসময় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ককমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।