নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২১-২০২২ টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট’র খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের আহমেদ। বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২১-২০২২ টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট’র খেলায় অংশ নেয় সুন্দরবন ক্রিকেট একাডেমি অনুর্দ্ধ ১৬ দল, সাতক্ষীরা জেলা অনুর্দ্ধ ১৬ ক্রিকেট দল, শোভাশনি ক্রিকেট একাডেমি অনুর্দ্ধ ১৬ দল ও বেসিক ক্রিকেট একাডেমি অনুর্দ্ধ ১৬ দল।

ফাইনালে শোভাশনি ক্রিকেট একাডেমি অনুর্দ্ধ ১৬ দল ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরা জেলা অনুর্দ্ধ ১৬ ক্রিকেট দল জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের মাঝে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন খেলার সমন্বয়কারী ক্রিকেট কোচ মো. আলতাফ হোসেন, ক্রিকেট কোচ ফজলুর রহমান। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন তানভীর ও মিলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *