আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরায় নদ-নদী দখল, দূষণ এবং অন্যান্য অপব্যবহার প্রতিরোধ ও নদী রক্ষা শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪৮ নদী সমীক্ষা প্রকল্প জাতীয় নদী রক্ষা কমিশনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা নদী রক্ষা কমিটির সহযোগিতায় বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নদ-নদী দখল, দূষণ এবং অন্যান্য অপব্যবহার প্রতিরোধ ও নদী রক্ষা শীর্ষক উক্ত জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ৪৮ নদী সমীক্ষা প্রকল্প জাতীয় নদী রক্ষা কমিশন ইকরামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, বিশিস্ট চিংড়ী ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

এছাড়া বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়াম্যান ঘোষ সনদ কুমার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাবেক সাধারণ সম্পাদক ও বিটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোজাফ্ফার রহমান সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি ভূমি কমিশনারগণ।

নদ-নদী দখল, দূষণ এবং অন্যান্য অপব্যবহার প্রতিরোধ ও নদী রক্ষা শীর্ষক জেলা কর্মশালা প্রধান অতিথি প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ৪৮ নদী সমীক্ষা প্রকল্প জাতীয় নদী রক্ষা কমিশন ইকরামুল হক সাতক্ষীরা জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি ভূমি কমিশনারদের অতিদ্রুত নদীর সীমানা নির্ধারনের নির্দেশনা দিয়ে বলেন, সকল প্রকার নদ-নদী, খাল ও জলাশয় ইজারা বা বন্দবস্ত দেওয়া বন্ধ করতে হবে।

পূর্বে যে সকল নদ-নদী, খাল, জলাশয় ইজারা দেওয়া রয়েছে সব বাতিল করার নির্দেশদেন তিনি। নদ-নদী রক্ষায় কঠোর অবস্থানে থাকতে হবে। প্রধান অতিথি আরো বলেন, যারা নদীর প্রবাহ বাধাগ্রস্থ করে বা অবৈধ দখল করে তাদের বিরুদ্ধে সিআর পিসি ১৩৩ ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। শুধু জরিমানা করে ছেড়ে দিলে হবেনা, প্রয়োজনে জেলে পাঠান।

নদী রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। দেশের নদ-নদী রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্প সফল করতে সকলের সহযোগিতা কামনা করে তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *