সাতক্ষীরায় ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার সকাল ৯.৩০ টায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে ‘নারী নির্যাতন বন্ধ করি- কমলা রঙয়ের বিশ্ব গড়ি” শ্লোগানকে সামনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জেলায় কর্মরত বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংগঠনসমূহের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী শহরের লাবনী মোড় থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেজা তুজ জোহরা অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিডি এলজি মাসরুবা ফেরদৌস অন্যান্যদের মধ্য বাংলাদেশ মহিলা পরিষদের সাধারন সম্পাদক জ্যোৎন্সা দত্ত, নারী নেত্রী ফজিলা বেগম, খুরশিদ জাহান শীলা, প্রাক্তন কাউন্সিলর ফরিদা ইকতার বিউটি, প্রাক্তন নারী কাউন্সিলর আঞ্জুয়ারা বেগম, সশিলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, বরষার সহকারি পরিচালক নাজমল আলম মুন্না, মানবাধিকারকর্মী ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন ইডা সংস্থার মোস্তফা মাহামুদ সিরাজুন সঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।
ইউএনএফপিএ,একশনএইড এর সহায়তায় অনুষ্ঠিত র্যালীতে জিবিভিআ্ই নেটওয়ার্ক সাতক্ষীরা, সিএসও এইচআরডি কোয়ালিশন সাতক্ষীরা ভুক্ত সংগঠন সমুহ ছাড়াও আইন ও সালিস কেন্দ্র ঢাকা, এইচআরডিএফ, স্বদেশ, সিডো, ক্রীসেন্ট, বরষা, হেড সংস্থা, সঞ্চিতা, শারী, সুনাম,উত্তরন, দুর্বার নেট ও নারীপক্ষ, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা সহ বিভিন্ন সংগঠনের ২শতাধিক নারী পুরুষ বিভিন্ন রংএর ব্যানার ফেষ্টুন, প্লাকাড সহ বিভিন্ন শ্লোগান নিয়ে নারী নির্যাতন মুক্ত সমতার সমাজ প্রতিষ্টার প্রত্যয় ব্যক্ত করে।
এসময় সমাবেশে বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘন, পারিবারিক নির্যাতন, নারী নির্যাতন, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিংয়ের ঘটনা প্রতিরোধ অসহায়, প্রান্তিক নারীর মানুষের সার্বিক সুরক্ষার বিষয়ে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রশাসনিক উদ্যোগের সাথে বেসরকারী উদ্যোগ ও জন সচেতনতাই পারে সকল প্রকার নারী নির্যাতনমুক্ত, বাল্য বিবাহ মুক্ত একটি নায্য সমাজ গড়তে এবং সরকারী জরুরী সেবা ৯৯৯, ৩৩৩, ১০৯ এর ব্যবহার করতে সকলকে উদ্বুদ্ধ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)