স্টাফ রিপোর্টার : পূর্ব শত্রুতার জেরে সাতক্ষীরায় এক আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী আওয়ামী লীগ কর্মী ফারুক হোসেন প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৩ জুন সন্ধ্যায় গোবিন্দকাটি গ্রামের শওকত শেখের পুত্র রানা, বাবলু, নূর ইসলাম সরদারের পুত্র ইউসুফ, উত্তর কামার বায়সা এলাকার হামেজ উদ্দীনের পুত্র সোহরাব, আহম্মদ আলীর পুত্র কুতুব আলীসহ ৩/৪ জনের একটি বাহিনী ঝাউডাঙ্গা বাজারে ফারুক হোসেনের উপর অতর্কিত হামলা চালায়।

সে সময় হামলাকারীরা ফারুকের মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় ভুক্তভোগী ফারুক হোসেন প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হামলাকারীদের মধ্যে রানা চোরাকারবারী এবং বাবলু নাশকতার মামলার আসামী বলে জানিয়েছেণ ভুক্তভোগী ফারুক হোসেন।

এদিকে ফারুকের উপর অতর্কিত হামলার খবর পেয়ে ছুটে যান সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এসময় সার্বিক খোজ খবর নেন এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন সদর উপজেলা চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *