স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জের ধরে মুক্তিযোদ্ধার সন্তানকে একাধিকবার পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মাজেদ মাষ্টার এর পুত্র সাংবাদিক রাউফুজ্জামান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলাটি করেন । যার নাম্বার জি আর -৪২৪/২১, তারিখ ১৯/০৬/২১।

মামলা সূত্রে জানা যায়, গত ১৪ ই জুন বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা মুনজিতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মাজেদ মাষ্টারের পুত্র সাংবাদিক রাউফুজ্জামান ও সঙ্গী একই গ্রামের মুনছুর আলীর পুত্র আব্দুল হামিদ কে নিয়ে মোটরসাইকেল যোগে জমিজমার বিষয়ে ধুলিহর ভূমি অফিসে যাওয়ার প্রাক্কালে পথিমধ্যে ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের উত্তর পার্শ্বের রাস্তায় বাজার সংলগ্ন পালপাড়ার সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ধারালো

দা, চাপাতি, কোপা, চাইনিজ কুড়াল লোহার রড, হাতুড়ি ও জিআই পাইপ দ্বারা হত্যার উদ্দেশ্যে দহাকুলা গ্রামের তাজেল উদ্দিনের পুত্র মাসুদ রানা ওরফে কোপা মাসুদ, ওমরা পাড়া গ্রামের ইব্রাহিম মোড়লে পুত্র রিপন মোড়ল, দহাকুলা পূর্ব পাড়ার জিয়ারুল ইসলামের পুত্র ফাহিম, দামার পোতা গ্রামের আব্দুল খালেক মজলিসের পুত্র কামরুজ্জামান ও তৌহিদুজ্জামান ওমরা পাড়া গ্রামের সোলায়মান হাজীর পুত্র মেহেদী হাসান, লবণ গোলা

গ্রামের ছাকার উদ্দিনের পুত্র আজিবর, দহাকুলা পূর্ব পাড়ার আজিম উদ্দিন সরদার এর পুত্র আমিনুর, লবনগোলা গ্রামের মহব্বত আলীর পুত্র শহিদুল ইসলাম, চেলার ডাঙ্গা গ্রামের আশরাদ আলীর পুত্র ইশার আলী, বড়দল গ্রামের ইসলাম কারিগরের পুত্র ফজলুর রহমান ও একই গ্রামের নওশের আলীর পুত্র মাহমুদ হাসান, দহাকুলা পূর্ব পাড়ার আব্দুস সোবহানের পুত্র সেলিম, দামারপোতা গ্রামের আব্দুল খালেক মজলিসের পুত্র হাফিজুল ইসলামসহ অজ্ঞাত আরো ৪/৫ জন আক্রমণ করে হাঁড়কাটা রক্তাক্ত জখম করে।

আহত অবস্থায় ৯৯৯ এ কল করলে সাতক্ষীরা সদর থানার এএসআই আজিম তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, বিগত ২০০৬ সালে এ সন্ত্রাসী চক্র সর্ব কাশেমপুর গ্রামের পৈত্রিক সম্পত্তি জবরদখল করতে গেলে বাদীর মেঝ ভাই রাফেউজ্জামান বাধা দিলে বাদীর সামনে প্রকাশ্যে দিবালোকে তাকে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে সাতক্ষীরা আদালতে জিআর ২৮/২০০৬ মামলাটি বিচারাধীন চলমান। কিছুদিন পূর্বে ব্রক্ষরাজপুর বাদীদের মৎস্য ঘেরে জবরদখল, লুট করতে গেলে ঘেরে অবস্থানরতদেরকে মারাত্মক জখম করে এ সকল সন্ত্রাসীরা।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়। জি আর নম্বর ২৭২/২১। সন্ত্রাসী চক্রটি করোনা কে পুঁজি করে আদালতে জামীনে মুক্তি পেয়ে আবারও পূর্ব পরিকল্পিত মাফিক হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সন্ত্রাসী ওই চক্রের কাছে জিম্মি হয়ে গেছে একটি অসহায় মুক্তিযাদ্ধা পরিবার।

এ বিষয় সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন বলেন এ বিষয়ে মামলা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।

রাউফুজ্জামান সাতক্ষীরা জেলা নিরাপদ সড়ক চাই জেলা কমিটির যুগ্মসম্পাদক, জেলা ভূমিহীন সমিতির যুগ্ম সম্পাদক, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য, সাতক্ষীরা ইসলামিক একাডেমী জামে মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাবেক যুগ্ন আহবায়ক, প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *