স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় পৃথক বজ্রপাতে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। রবিবার সকালে ও শনিবার সন্ধ্যায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। শনিবার ( ২৯ মে) সকালে ফারুক সরদার (৪৫) একজন দিনমজুর। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা গ্রামের জলিল সরদারের ছেলে।

এসময় তার সাথে থাকা আরও দু’জন দিনমজুর আহত হয়েছেন। রবিবার (২৯ মে) সকাল ৮টার দিকে দেবনগর বিলে একটি মাছের ঘেরে ফারুক সরদারসহ কয়েকজন দিনমজুর কাজ করছিলেন।

এমন সময় সেখানে হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই ফারুক সরদার মারা যান এবং তার সাথে থাকা আরও দু’জন দিনমজুর আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গোলাম কবির বজ্রপাতে হতাহতের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে শনিবার সন্ধ্যায় দেবহাটায় বজ্রপাতে আব্দুল লতিফ (৫২) একব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল লতিফ দেবহাটার নারিকেলি গ্রামের পিয়ার আলি গাজীর পুত্র। নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় আব্দুল লতিফ বাড়ির পাশে পাতনার বিলের মাছের ঘেরে বসেছিলেন। এ সময় প্রবল বৃষ্টি ও বজ্রপাত হলে বজ্রপাতে আব্দুল লতিফের মৃত্যু ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *